কাউনিয়ায় অটো গাড়ি উল্টে প্রাণ গেল শিশুর!

প্রকাশ : 2025-10-11 17:13:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় অটো গাড়ি উল্টে প্রাণ গেল শিশুর!

কাউনিয়ায় টেপামধুপুর উত্তর রাজীব তেলিটারী নামক স্থানে দ্রæতগামী ব্যাটারী চালিত অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ির যাত্রী হাফছা তাবাসসুম (২) নামের এক শিশু কন্যার ঘটনা স্থলেই মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কাউনিয়া টু টেপামধুপুর সড়কের উত্তর রাজীব তেলিটারী নামক স্থানে একটি অটো গাড়ি দ্রæত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে খাদে পড়ে যায়। এতে  গাড়ির যাত্রী মর্জিনা বেগমের সাথে থাকা শিশু কন্যা হাফছা তাবাসসুম ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে কাউনিয়া উপজেলর টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের হামিদুল ইসলামের কন্যা। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।