কাউনিয়ায় অগ্নিকান্ডে দুইটি ঘর পুরে ছাই  

প্রকাশ : 2022-11-12 19:35:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় অগ্নিকান্ডে দুইটি ঘর পুরে ছাই  

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ার হাট সর্দারতালুক গ্রামে অগ্নিকান্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাগেছে, শনিবার স্থানীয় অবিনাস চন্দ্র বর্মণের বাড়িতে একটি ঘরে বিকট শব্দের পর আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন লাগার দৃর্শ্য প্রত্যক্ষ করেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন সরকার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুতের শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।