কাউনিয়ার হারাগাছে যুবকের আত্মহত্যা

প্রকাশ : 2022-08-07 21:10:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার হারাগাছে যুবকের আত্মহত্যা

কাউনিয়ার হারাগাছে নিজ বাড়ীতে শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আলোমগীর হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার উপজেলার হারাগাছ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের সারাই তেলিটারী গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন হারাগাছ পৌরসভার সারাই তেলিটারী গ্রামের আতাউরের ছেলে। 

হারাগাছ থানার উপ পরিদর্শক নুরজ্জামান কবীর জানান, রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলমগীর হোসেন। তবে তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার। আলমগীর প্রায় ১৭ বছর আগে বিয়ে করেছিল। মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী চলে যায়। রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, খবর পেয়ে সেখানে উর্দ্ধতন স্যাররাসহ তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। আত্মহত্যার ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের মুছলেখা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।