কাউনিয়ার হারাগাছে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : 2021-10-04 19:16:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার হারাগাছে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় বাড়ীর অদূরে খাল থেকে জাম্বুরা তুলতে গিয়ে পানিতে ডুবে দিপামনি (৩) নামে এক শিশু মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার সারাই ইউনিয়নে উদয়নারায়ণ মাছহাড়ী বালাপাড়া নোয়াখালীটারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দিপামনি ওই এলাকার মোঃ রমজান আলীর মেয়ে। 

পরিবারিক সূত্রে জানায়, সোমবার বেলা ১২টার দিকে দিপামনি বাড়ীর পাশে খেলাধুলা কালে খালের পানিতে পড়ে থাকা জাম্বুরা তুলতে গিয়ে কখন যে পানিতে ডুবে যায় তা কেউ টের পাননি। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে মরদেহ ভাঁসতে দেখে পরিবারের লোকজন দিপামনির লাশ উদ্ধার করে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি মোঃ শওকত আলী সরকার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।