কাউনিয়ার শহীদবাগে মহাশ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাংচুর  

প্রকাশ : 2022-10-31 18:34:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার শহীদবাগে মহাশ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাংচুর  

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ বল্লভবিষ্ণু মহা শ্মশান কালী মন্দিরে কালী ও শিবদেবের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতের কোনো এক সময় মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এই ঘটনা ঘটানো হয়। 

মন্দির কমিটির সদস্যরা জানান, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু মহা শ্মশান কালী মন্দিরে রোববার রাতের আঁধারে কে বা কারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করেছে। সোমবার সকালে উঠে হরিশ চন্দ্র নামের স্থানীয় এক সেবায়েত মন্দিরে পূজা দিতে এসে বাঁশের গেট খোলা এবং ভেতরে কালী ও শিবদেবের প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক সহ স্থানীয় লোকজনকে জানান। পরে বল্লভবিষ্ণু মহা শ্মশান কালী মন্দির কমিটির সম্পাদক উদায় চন্দ্র বর্মণ বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা তা জানি না। তবে প্রশাসনের কাছে আমরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 

ঘটনাস্থান জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার রংপুর ফেরদৌস আলম চৌধুরী, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন পরিদর্শন করেছেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন শহীদবাগ বল্লভবিষ্ণু মহা শ্মশান কালী মন্দির পরিদর্শন করেছি। দূর্বৃত্ত কর্তৃক মূর্তি ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি এবং দুর্বৃত্তদের ধরতে জোর প্রচেষ্টা চলমান।