কাউনিয়ার মীরবাগে ড্রেনর গাছ কাটা শুরু
প্রকাশ : 2023-11-03 10:49:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত, রংপুর জেলা পরিষদে জনস্বার্থে রাস্তার ধারের গাছ কাটার কথা বলা হলেও অদৃশ্য শক্তির বলে কাজ হচ্ছে না। এই সংবাদ গ্রাম নগর পত্রিকায় প্রকাশের পর অবশেষে বৃহস্পতিবার থেকে মীরবাগে পানি নিস্কাশনের ড্রেন উপর থেকে গাছ গুলো কাটা শুরু করেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে উপজেলার মীরবাগ বাজার এলাকায় গিয়ে দেখা গেছে মীরবাগ বাসস্টান্ড থেকে লিং রেলগেট পর্যন্ত ১০১৭ মিটার ড্রেনের কাজ জেলা পরিষদ রংপুর গাছ গুলো অপসারনে দীর্ঘ সূত্রীতা করায় বিভিন্ন সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার থেকে গাছ অবসারন শুরু করে কর্তৃপক্ষ। কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, ১ কোটি ১৫লাখ ৮হাজার ৪৩২ টাকা ৫% লেসে ১০১৭ মিটার রাস্তার একপাশের্^ ড্রেন নির্মানের কাজটি পায় কুড়িগ্রাম জেলার ঠিকাদার মোক্তার আলী। গত ১জানুয়ারী থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত কাজের সময় সীমা ছিল। রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ ০১৭৯৭৯১২২২০ নম্বরে জানান, গত বৃহস্পতিবার থেকে গাছ অপসারনের সকল কার্য সম্পন্ন হয়েছে এবং গাছ কাটার কার্যাদেশ দেয়া হয়েছে। আশাকরছি দ্রুতই গাছ অসারন কাজ শুরু হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল ইসলাম জানান গাছ অপসারনের কাজ যেহেতু শুরু হয়েছে আশা করছি ড্রেনের কাজ দ্রুত কাজ শুরু হবে এবং জনসাধারনের ভোগান্তি শেয় হবে।