কাউনিয়ার মীরবাগে টিন কেটে দোকান চুরি!
প্রকাশ : 2022-03-23 19:00:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার মীরবাগ কদমতলা বাস স্টান্ডে গত মঙ্গলবার রাতে কসমেটিক কাম পান দোকানের টিনের বেড়া কেটে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।
জানাগেছে দোকানের মালিক নজরুল ইসলাম মঙ্গলবার রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের টিনের বেড়া কাটা। অনেক মালামাল নেই ক্যাশ বা· ভেঙে নগদ ৫ হাজার ৫শ' টাকা, গোল্ডলিফ সিগারেটের কাটুন, প্রশাধনী সামগ্রী, বিভিন্ন সুগন্ধি তেল নিয়ে গেছে সংবদ্ধ চোরের দল। বাজার পাহারায় নাইট গার্ড থাকার পরেও দোকান চুরির বিষয়টি নিয়ে ওই বাজারের দোকানদার গণ উদ্বিগ্ন। পুলিশের এস আই রেজাউল করিম ও মমিনুল ইসলাম চুরি যাওয়া দোকান পরিদর্শন করেছেন। ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।