কাউনিয়ার ভায়ারহাটের মেধাবী ছাত্রী আয়শা সিদ্দিকা

প্রকাশ : 2022-06-06 15:41:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার ভায়ারহাটের মেধাবী ছাত্রী আয়শা সিদ্দিকা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে বক্তৃতায় কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা আশা উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্য্যায় তথা দেশের মধ্যে ২য় স্থান অধিকার করেছে। 

শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানাগেছে গত রবিবার ঢাকা গভঃ ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে সারা দেশের প্রতিযোগিদের সাথে প্রতিযোগিতা করে ২য় স্থান অধিকার করে মোছাঃ আয়শা সিদ্দিকা আশা। সে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক আবু বক্কর সিদ্দিক ও ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুলেখা বেগমের কন্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়বুর রহমান বলেন আয়শা সিদ্দিকা আশা একজন বিনয়ী ও মেধাবী ছাত্রী। দশম শ্রেণিতে তার রোল এক। তার সাফল্যে আমরা শিক্ষক শিক্ষার্থী খুবই আনন্দিত। তিনি আরো জানান এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত চার বছরে উপজেলা ও জেলা পর্য্যায়ে বিজয় ফুল তৈরি, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মেধা অন্বেষণ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পুরস্কার অর্জন করেছে। মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, উপজেলা-জেলা পর্য্যায়ে ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান ও এ বিদ্যালয় টি শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল।