কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে জেমস্ প্রথম বর্ষ মূল্যায়ন
প্রকাশ : 2022-11-17 09:45:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জানো প্রকল্পের সহযোগিতায় কাউনিয়া উপজেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের জেমস্ (এঊগঝ) ১মবর্ষ পরবর্তী মূল্যায়ন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরা এ মূল্যায়নে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সংশ্লিষ্ট প্রকল্পের ফিল্ড অফিসার হরিদাস বর্ম্মণ, সহকারী শিক্ষক বশন্ত কুমার,শিক্ষিকা ছখিনা খাতুন, এস ভি মোছাঃ ডলি প্রমূখ। উল্লেখ যে জেমস্ সেশনের মাধ্যমে কিশোর কিশোরীরা জেন্ডার, বয়ঃসন্ধিকালীন সময়ে করনীয়, সহিংসতা থেকে নিজেকে উত্তোরনের উপায় সহ বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করছে।