কাউনিয়ার চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ : 2022-04-07 19:26:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এখন ভরা চৈত্র মাস তিস্তার বুক জুড়ে বালু চিক চিক করে থাকে। পায়ে হেঁটে চলাচল করে কৃষক মজুর, সাধারণ মানুষেরা, তিস্তার জেগে ওঠে চরে নানা ফসল চাষাবাদ করেন এলাকার কৃষকেরা। কিন্তু হঠাৎ দ্বিতীয় দফায় বেড়েছে তিস্তা নদীর পানি। ওঠতি ফসল পানিতে ডুবে ভেঙে গেছে কৃষকের স্বপ্ন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে উজানের ঢলে বৃহস্পতিবার সকালে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত কাউনিয়া উপজেলার বেশ কয়েকটি তিস্তার চর এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে করে উঠতি ফসল, বাদাম, কাউন, মরিচ-পেঁয়াজ, মিষ্টি কুমড়া, গম, ধান, তামাক ও ভুট্টাসহ বিস্তীর্ণ চরের দেড় হাজার একর জমির ফসল পানিতে ডুবে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চরা লের কৃষকরা। তারা এই সংকট কিভাবে কাটিয়ে উঠবেন তা ভেবে কুল পাচ্ছেন না। ডালিয়া পয়েন্ট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে উজান থেকে পানি আসায় ডালিয়া ব্যারেজে ৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। একারণে তিস্তার পানি চৈত্র মাসে কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভাটিতে চরা লে উৎপাদিত ফসল পানিতে ডুবে গেছে। কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারার চর এলাকার চাষী কোব্বাত আলী বলেন সাধারণ চৈত্র মাসে তিস্তার পানি বৃদ্ধি পায়না। হঠাৎ এ সময়ে কেন পানি বাড়লো তা তাদের জানা নাই। প্রতি বছর চৈত্র মাসে এ চর এলাকা খাঁ খাঁ করে, এমন পানি আসে না। তাই তারা জেগে ওঠা চরে নানান ধরনের ফসল ফলান। চৈত্র মাসে হঠাৎ পানি আসায় তাদের প্রায় ছয় একর আবাদি জমির, বোরো ধান, মিষ্টিকুমড়া, পেঁয়াজ, রসুন ও বাদাম পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষকের ক্ষেতের উঠতি ফসল পানিতে তলিয়ে যাওয়ায় তাদের স্বপ্ন ধুলিসাৎ হয়ে পড়েছে।
উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভিন বলেন, তিস্তার জেগে ওঠা চরা লে ৪.৫শ' হেক্টর জমিতে কৃষকরা সেচ দিয়ে বিভিন্ন ধরনের ফসল ফলান। কিন্তু হঠাৎ তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। তবে উপজেলায় এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি আরো জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী কৃষকদের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।