কলেজ ছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলার ৭দিন পর মামলা রেকর্ড 

প্রকাশ : 2022-11-03 18:44:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কলেজ ছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলার ৭দিন পর মামলা রেকর্ড 

মাদারীপুরে কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হাসিব মাহমুদ দিপু নামে এক কলেজ ছাত্রের উপর কিশোর গ্যাং-এর হামলা ঘটনার ৭দিন পরে মঙ্গলবার রাতে মামলা রেকর্ড করলো শিবচর থানা পুলিশ। ঘটনার ৯ দিন পর বৃহস্পতিবার এজাহার নামীয় আসামী রাহুল ঢালীসহ ৬জনকে শিশু হিসেবে সনদ দাখিল করা হলে শিশু বিবেচনায় জামিন মঞ্জুর করেছে শিশু আদালত। সংশ্লিস্ট আদালতের বিচারক মো: রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই আদালত চত্বরেই জীবন নাশের হুমকি দিয়েছে বলে বাদীর অভিযোগ। এতে বাদী ও তার পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপু শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে ও সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং একজন শিশু সাহিত্যিক।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপু। এ সময় তিন থেকে ৪টি মোটরসাইকেলে আসা কয়েকজন কিশোর দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে উচ্চশব্দে হর্ণ দিচ্ছিল। এর প্রতিবাদ করায় দিপুর উপর ক্ষিপ্ত হয় মোটরসাইকেল চালক রাহুল, ফাহাদ, হামজা ও আব্দুলাসহ তার বন্ধুরা। পরে শিবচর-পাঁচ্চর সড়কের দাদাভাই উপশহরের সামনে দিপুর মোটরসাইকেল গতিরোধ করে রাহুল ও দলের সদস্যরা। দিপুকে মোটরসাইকেল থেকে নামিয়ে টেনে হিচড়ে নিয়ে যায় উপশহরের নির্জন স্থানে। সেখানে নিয়ে লোহার রড দিয়ে তাকে পিটিয়ে আহত জখম করে। এ সময় দিপুর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে দিপুর বন্ধু মেহেদি হাসানের সহযোগিতায় চিকিৎসা দেয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় ওইদিন রাহুল ও তার গ্যাং-এর সদস্যদের নামে শিবচর থানায় অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে সাতদিন পরে মঙ্গলবার রাতে মামলা নেয় পুলিশ। 

নির্যাতিত কলেজ শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপু বলে, ‘থানায় অভিযোগ দিলে আমার অভিযোগ গ্রহণ না করে পুলিশ নিজেদের ইচ্ছে মতো লিখিত অভিযোগ তৈরী করে আমার স্বাক্ষর নিয়েছে। মঙ্গলবার আমি বিচার চেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। ওই দিন রাতে মামলা রেকর্ড করে শিবচর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার আসামীরা জামিন পেয়েই আদালত চত্বরে আমাকে জীবন নাশের হুমকি দিয়েছে আসামীরা। এতে আমরা আতঙ্কে আছি।”

নির্যাতিত কলেজ শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপুর বাবা আবুল হোসেন মৃধা বলেন, ‘কলেজে যাতায়াতের সময় নিরাপত্তা না থাকলে ছেলের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এর সুষ্ঠু বিচার চাই। আজ জামিন পেয়েই আদালত চত্বরে আমার ছেলেকে জীবন নাশের হুমকি দিয়েছে। এতে আমরা আতঙ্কে আছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘কলেজ ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় তিনজনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে।”