কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিলেন ট্রাম্প

প্রকাশ : 2026-01-05 15:34:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিলেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ ব্যক্তি আখ্যা দিয়ে ট্রাম্প তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন বিক্রির অভিযোগ তুলেছেন। 

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গতকাল রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন। ট্রাম্পের অভিযোগ, বামপন্থী নেতা পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। 

কলম্বিয়ায় মার্কিন অভিযানের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কলম্বিয়ায় অভিযানের প্রশ্ন আমার ভালো লাগছে। কারণ ওরাও অনেক মানুষকে হত্যা করছে। তবে তিনি এটা খুব বেশি দিন করতে পারছেন না– আমি আপনাদের বলছি।’ 

এদিকে কিউবার বিষয়ে ট্রাম্প বলেছেন, দেশটি নিজে থেকেই পতনের জন্য প্রস্তুত। কিউবার এখন কোনো আয় নেই এবং সব আয় ভেনেজুয়েলার তেল থেকে আসে। দেশটির পতন হলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা খুব খুশি হবে বলে মনে করেন ট্রাম্প।