কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গুস্তাভো পেত্র 

প্রকাশ : 2022-08-08 12:33:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গুস্তাভো পেত্র 

কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্র।  পেত্রই দেশটিতে প্রথমবারের মতো নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট।
 
আলজাজিরা জানিয়েছে, এম-১৯ সশস্ত্র গোষ্ঠীর সাবেক যোদ্ধা স্থানীয় সময় রোববার বিকেলে বোগোটার বলিভার প্লাজায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার করার পরিকল্পনার কথা জানান।

কলম্বিয়ায় সম্প্রতি জনপ্রিয়তা হারান ডেমোক্রেটিক সেন্টার পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইভান ডুকু। বেকার সমস্যা, নিরাপত্তাব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় দেশটির জনগণ। ডুকুর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ দেখাতে শুরু করেন।  

২০১৮ সালের আগস্টে ডুকু ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়।  সূত্র: আলজাজিরা।