কর্মস্থলে যাওয়ার পথে মহাসড়কে প্রাণ গেল দম্পতির
প্রকাশ : 2022-11-02 11:13:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকার গ্রাফিকস টেক্সটাইলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম তারা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা এবং স্থানীয় গ্রাফিকস টেক্সটাইলে কর্মরত ছিলেন।
পুলিশ জানায় আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেলে চেপে কারখানায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির বাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা অপর একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’