কর্মকার আসলামের আগুনে পুড়েই জীবন পার
প্রকাশ : 2022-11-25 18:01:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
৩৫ বছর ধরে আগুন পুড়েই জীবন পার করে এলো আসলাস। ফুটপাতের একটি স্থানে প্রায় খোলা দোকানে লোহা পিটে আগুনের সাথে বসবাস করে জীবিকা নির্বাহ করছে সে। বয়সের ভাড়ে,একটানা পরিশ্রমে ক্লান্ত আসলাম আজও একটি স্থায়ী দোকান করতে পারেনি। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কলসা মহল্লার বাসিন্দা আসলাম।
পেশাগত ভাবে সে কামারের কাজ করে আসছে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার পরিবার। পৌরসভার প্রয়াত কাউন্সিলর মাসুম স্বরনী সড়কের ধারে একটি রেলওয়ে পতিত জমিতে ছোট একটি স্থানে কামারের কাজ করে সে। স্থায়ী ঘর না থাকায় একটু বৃষ্টি এলেই কাজ বন্ধ রাখতে হয় তাকে। কর্মকার আসলাম জানান, আমার এখানে স্প্রিং লোহা (পাকা লোহা) ও কাঁচা লোহা দিয়ে উপকরণ তৈরি করে থাকি। এ ছাড়া ব্যবহার করা হয় এঙ্গেল, ব্লাকবার, রড, স্টিং, রেললাইনের লোহা। যা দিয়ে ছুরি,কাটারি, বটি, দা, কুঠার সহ বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তা ছাড়াও শান বা ধার দেয় সে। বাবার রেখে যাওয়া পেশা ৩৫ বছর ধরে আঁকড়ে ধরে আছে কর্মকার আসলাম। প্রতিদিন কমপক্ষে এক হাজার টাকা আয় হয় তার। এতে করে তার সংসার ভালোই কাটছে। আসলাম কর্মকার আরো বলেন, প্রতি বছর ঈদ এলে বটি,ছুরি, দা ধার দিয়ে ভাল আয় হয়। বর্তমানে সবকিছু আধুনিক হওয়ার আমাদের কদর কমে গেছে। এ শিল্প হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তবু বাবার রেখে যাওয়া পেশা ধরে আছি।