কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজন
প্রকাশ : 2022-10-12 16:04:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কর্ণফুলীতে এমভি মাগফিরাত নামের একটি জাহাজডুবির ঘটনায় জাহাজের ক্যাপ্টেনসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর ডকইয়ার্ডে জাহাজটি নোঙর করার সময় হঠাৎ জাহাজের প্রপেলার ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির ক্যাপ্টেন, নাবিক, একজন গেস্টসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। এমভি মাগফিরাত জাহাজটি রেঙ্কন গ্রুপের বলে জানা গেছে।
নিখোঁজদের সন্ধানে নৌ-পুলিশের ডুবুরিদল, নৌবাহিনী, ফায়ারসার্ভিস কর্মীসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। জাহাজে ১৫ জন স্টাফ ছিলেন। এটি কাত হয়ে যাওয়ার সময় ৯ জন পানিতে লাফ দেন। তারা পার্শ্ববর্তী নৌকা ও বয়ায় উঠে আত্মরক্ষা করেন। তবে দুর্ঘটনার সময় অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা যায়।