করোনা রোগীর বাড়িতে খাদ্য পৌঁছে দিলেন কাউনিয়ার ইউএনও 

প্রকাশ : 2021-07-01 17:36:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করোনা রোগীর বাড়িতে খাদ্য পৌঁছে দিলেন কাউনিয়ার ইউএনও 

ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরন লস্কর বালাপাড়া গ্রামের করোনা রোগী পল্লী চিকিৎসক ইউনুছ আলীর বাড়িতে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। খাদ্যসামগ্রী দিয়ে তিনি রোগীর পরিবারের সাথে কথাবলে রোগীর অবস্থার খোঁজ খবর নেন এবং সার্বিক ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

এসময় তার সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। কাউনিয়ায় ধীরে ধীরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষ সচেতন না হলে এ রোগ আরো বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।