করোনা আক্রান্ত মির্জা ফখরুলকে দেখতে বাসায় চিকিৎসক দল

প্রকাশ : 2022-01-14 21:09:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করোনা আক্রান্ত মির্জা ফখরুলকে দেখতে বাসায় চিকিৎসক দল

করোনা আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে তার বাসায় গিয়েছিলেন চিকিৎসক প্রতিনিধি দল।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ পাঁচজন চিকিৎসক উত্তরায় মির্জা ফখরুলের বাসায় যান।

তারা প্রায় এক ঘণ্টা মহাসচিবের পাশে ছিলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, মহাসচিবের সঙ্গে সাক্ষাতের পর ডা. রফিকুল ইসলাম বলেছেন মহাসচিব আলহামদুলিল্লাহ ভালো আছেন। তার অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। দুই একদিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

মহাসচিব চিকিৎসক প্রতিনিধি দলের কাছ থেকে দলের শীর্ষ নেতাসহ সবার খোঁজখবর নিয়েছেন। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সবার জন্য দোয়া চেয়েছেন।

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন- ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদশা, ডা. সাখাওয়াত রাজিব ও মেডিক্যালের শেষবর্ষের শিক্ষার্থী মুনতাসীর হাসান।  

গত ১০ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার উত্তরার বাসায় অবস্থান করছেন।