করোনায় ক্ষতিগ্রস্থ নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন

প্রকাশ : 2021-11-17 19:17:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করোনায় ক্ষতিগ্রস্থ নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন

বাগেরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ নারীদের দক্ষতা বৃদ্ধি করে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে প্রশিক্ষন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রুপান্তরের বাস্তবায়নে স্ক্রিম প্রকল্পের অধীনে বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের খানজাহানিয়া গন বিদ্যালয়ে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

বাগেরেহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, ষাটগমুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, ফারুক আহমেদ, খানজাহানিয়া গন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, রুপান্তরের ক্যাম্পেইন এ্যান্ড এ্যাডভৈাকেসি কো-অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার, রুপান্তরের জেলা কোঅর্ডিনেটর আলমগীর হোসেন মীরু, শিল্পি আক্তারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের অধীনে পশুপাল, টেইলরিং ও বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষন দেওয়া হবে। প্রথমধাপের ২১দিন ব্যাপি প্রশিক্ষনে বাগেরহাটের ৪৫ জন নারী অংশ গ্রহন করেছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় কয়েকটি ধাপে বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলা, মোংলা ও শরণখোলা উপজেলার ৬৩০ নারী প্রশিক্ষনের সুযোগ পাবেন। সফলভাবে প্রশিক্ষন শেষ করা প্রত্যেকনারীকে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।