করোনায় আক্রান্ত জাতীয় দলের ৫ ফুটবলার

প্রকাশ : 2021-04-19 09:47:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করোনায় আক্রান্ত জাতীয় দলের ৫ ফুটবলার

করোনাভাইরাস মহামারির প্রভাব পড়ছে দেশের ক্রীড়াঙ্গনেও। করোনায় আক্রান্ত হয়েছেন বসুন্ধরা কিংসের জার্সিতে খেলা জাতীয় দলের পাঁচ নারী ফুটবলার। শারীরিকভাবে সুস্থ আছেন ফুটবলাররা। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত পাঁচ ফুটবলার হলেন কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনায় মুগিনি ও নিলুফা ইয়াসমিন নীলা।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইঙ্গের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

‘৪ তারিখে কিংসের হয়ে লকডাউনের আগে নারী লিগের শেষ ম্যাচ খেলার পর ওরা ১১ এপ্রিল বাফুফে ক্যাম্পে আসে। ১২ তারিখ কভিড-১৯ টেস্ট দেয়। ওখানে পাঁচজনের শরীরে করোনা ধরা পড়ে। তারা এখন কোয়ারেন্টিনে আছে।’

দুই দিনের মধ্যে তাদের সংস্পর্শে যারা এসেছেন বা রুমমেট ও সতীর্থদেরও আলাদা করে রাখা হয়েছে বলে জানান কিরণ।

লকডাউনের পর নারী লিগ শুরুর ব্যাপারে জানতে চাওয়া হলে ফিফার এই সদস্য বলেন, ‘সরকার লকডাউন খুলে দেয়ার পাঁচ দিনের মধ্যে আমরা লিগ মাঠে নামাব। আমরা আশাবাদী।’