করোনার হটস্পটে পরিনত হচ্ছে মুন্সীগঞ্জ, আরও ৬৫ জনের শনাক্ত

প্রকাশ : 2021-07-04 21:38:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করোনার হটস্পটে পরিনত হচ্ছে মুন্সীগঞ্জ, আরও ৬৫ জনের শনাক্ত

মুন্সীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনার হটস্পটে পরিনত হচ্ছে মুন্সীগঞ্জ জেলা। বৃহস্পতিবার ৩৬ জন আক্রান্ত হওয়ার পর রোববার আরও ৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ জনে। আর করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭২ জন মৃত্যুবরণ করেছে। জেলা স্বস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা: মো. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৬টি উপজেলায় নতুন আরও ৬৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ২০৯ জনের প্রাপ্ত নমুনার রিপোর্টে ৬৫ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, সিরাজদিখান উপজেলায় ৭ জন, শ্রীনগর উপজেলায় ২৩ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩ জন এবং লৌহজং উপজেলায় ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় জয়ী হয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫ হাজার ৯০৮ জন।