করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে, যারা পাবেন

প্রকাশ : 2021-12-11 20:06:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে, যারা পাবেন

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে শুরুর আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রচলিত টিকার দুই ডোজ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে দূরে রাখতে যথেষ্ট নয় বলে জানানা যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।তবে ২ ডোজের পর আরেকটি বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে বিজ্ঞানীদের উদ্বৃতি দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে টিকাদানের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এখন সেই টিকার সুরক্ষা দুর্বল হয়ে আসছে। এমন অবস্থায় কিছু দেশ তাদের নাগরিকদের আরেকটি ডোজ টিকা দিচ্ছে, যেটিকে বুস্টার ডোজ বলা হচ্ছে।

বাংলাদেশে করোনার বুস্টার ডোজ দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে।’

বুস্টার ডোজ প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব।’

তিনি আরও বলেন, এ বিষয়ে কাজ চলছে। যে অ্যাপ ছিল, সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি। তালিকা তৈরি করছি। আশা করি, অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে।’