কমিউনিটি পুলিশিং ডে - ২০২২ সম্মাননা পেলেন টঙ্গীবাড়ীর নবীন কুমার রায়

প্রকাশ : 2022-10-31 09:34:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কমিউনিটি পুলিশিং ডে - ২০২২ সম্মাননা পেলেন টঙ্গীবাড়ীর নবীন কুমার রায়

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ কমিউনিটি পুলিশিং ডে - ২০২২ এর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নবীন কুমার রায়। 

গত শনিবার মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে  জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ডে -২০২২ কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে এই প্রত্যাশায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা  পুলিশ সুপার মাহফুজুর রহমান আল- মামুন, সিভিল সার্জন মঞ্জুরুল  আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।