কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৯তম জন্মদিন পালিত

প্রকাশ : 2021-11-23 14:56:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৯তম জন্মদিন পালিত

২২ নভেম্বর ২০২১ সোমবার সন্ধ্যা ৬টায় পরীবাগস্থ, বিকাশকেন্দ্রে ম্যাজিকলণ্ঠন ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।সম্মানিত অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার, গ্রীণডেল্টার সম্মানিত উপদেষ্টা জনাব নাসির এ চৌধুরী, প্রকৌশলী ড. মো. খালেকুজ্জামান, সাবেক সাংসদ কবি কাজী রোজী, কবি জাহিদুল হক,শিল্পী ড. নাশিদ কামাল,বিপনন ব্যক্তিত্ব এমডি আকিজ গ্রুপ,অধ্যাপক নিরজ্ঞন অধিকারী, কবি মতিন বৈরাগী, কবি মোহন রায়হান, কবি মনজুরুর রহমান, নজরুল গবেষক অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ।

আলোচকগণ বলেন- রেজাউদ্দিন স্টালিন এখন আমাদের কবিতার বৈশ্বিক কণ্ঠস্বর। তার কবিতা সারা পৃথিবীর সংস্কৃতির সাথে সেতুবন্ধ তৈরির কাজ করছে। সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন শামসুর রাহমান আল মাহমুদ পরবর্তী বাংলা কবিতায় রেজাউদ্দিন স্টালিন সনাক্তযোগ্য কবি।

শুভেচ্ছাজ্ঞাপন করেন অধ্যাপক নিরজ্ঞন অধিকারী, ড.বিশ্বজিৎ ঘোষ, কবি ফারুক মাহমুদ,বিমল গুহ,দিলারা মেসবাহ,শহীদুল্লাহ ফরায়জী, জাহাঙ্গীর ফিরোজ, আসলাম সানী, জাকির আবু জাফর,আদিত্য নজরুল,জামসেদ ওয়াজেদ, আসাদ কাজল,ড. তপন বাগচী,শাওন আসগর,ক্যামেলিয়া আহমেদ, আবিদ আজম প্রমুখ।

মূল্যায়ন করেন কবি আবদুর রব,কবি সৈয়দ রানা মুস্তফী ও কবি সৈয়দ রনো।স্বাগত কথা বলেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক রতন মাহমুদ।ধন্যবাদ জ্ঞাপন করেন কবি কবীর হোসেন তাপস। কবিতা থেকে আবৃত্তি  করেন জয়ন্ত চট্টোপাধ্যায়,লায়লা আফরোজ,বেলায়েত হোসেন,ড.শাহাদাৎ হোসেন নিপু,রুবিনা আজাদ,মাহিদুল ইসলাম,টুটুল জহিরুল ইসলাম,তনুশ্রী মানজী। সঙ্গীতে ছিলেন- ফাতেমা তুজ জোহরা,সালাউদ্দিন আহমেদ,ইয়াকুব আলী খান,ছন্দা চক্রবর্তী, শুভ্র দেব,আলম আরা মিনু,শহীদ কবীর পলাশ,স্বর্ণময়ী,শ্যামল কুমার ও মুন্নী কাদের। উপস্থাপনায়  ছিলেন হাসান মাহমুদ।