কবিতা: ঐক্যদল - আব্দুস সাত্তার সুমন 

প্রকাশ : 2024-12-08 11:33:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কবিতা: ঐক্যদল - আব্দুস সাত্তার সুমন 

    ঐক্যদল
আব্দুস সাত্তার সুমন 

হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ 
সর্ব ঐক্য দল, 
বাংলাদেশে জন্ম তাদের 
রাষ্ট্রের মনোবল। 

হাতে হাতে হাত রেখে আজ 
দেশ গড়বো মোরা, 
চক্রান্তকারী দুষ্ট লোকের 
করব ধরা সারা। 

লাল সবুজের দেশটি সবার 
কাজ করবো সবে, 
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে 
সুখে সবাই রবে। 

লাগাম এখন ধরতে হবে 
দেশের জনগণে, 
মাতৃভূমি ভালোবাসি 
লালন করি মনে। 

ষড়যন্ত্র করছে যারা 
নির্মল হোক দেশে, 
ঐক্য দল গঠন হলে 
শান্তি অবশেষে। 

কবি : আব্দুস সাত্তার সুমন

গ্রামনগর/কা/আ