কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত বরুণ সিংহও আর নেই

প্রকাশ : 2021-12-15 15:15:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত বরুণ সিংহও আর নেই

ভারতে গত ৮ ডিসেস্বর হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন আরোহী নিহত হন।

ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন।

৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও মারা গেলেন।  আশঙ্কাজনক অবস্থায় সেনার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

বুধবার ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় ১৫ ডিসেম্বর দুপুরে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যুর খবর জানানো হয়।

গত বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।