কনকনে শীতে মানুষ কাহিল, পঞ্চগড়ে তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশ : 2023-12-20 18:56:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে কনকনে শীত পড়েছে। সাথে ঘুনকুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ফলে মানুষ কাহিল হয়ে পড়ছে বেড়েছে শীত জনিত অসুখ-বিসুখ। সন্ধ্যার পরে শহরের নানা জায়গায় খঁড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করতে ব্যস্ত।
বুধবার তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। বুধবার (২০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে তেতুঁলিয়া আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এদিকে দুপুরের দিকে রোদের দেখা গেলেও সকালে ও পড়ন্ত বিকেলে প্রচন্ড শীত অনুভূত হয়।গত কয়েকদিন ধরে জেলার উপড় দিয়ে প্রচন্ড শীত বয়ে যাচ্ছে। বাস শ্রমিক মতিয়ার আলী বলেন‘খুব শীত পড়েছে। গাড়িতে কাজ করতে কষ্ট হচ্ছে। এদিকে দরিদ্র পরিবারগুলি শীতে কাহিল হয়ে পড়েছ। এদিকে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালেই কাজে যেতে দেখা গেছে। পাথর শ্রমিকরা নদীতে বরফ জলের মধ্যেই নেমে পড়েন কাজে। অপরদিকে, শীতের কারণে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগব্যাধি।সদর হাসপাতালে মীত জনিত রোগে আক্রান্ত রোগির সংখ্যা বেড়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে জেলা শহরের কোর্ট চত্বর ,সরকারী অডিটোরিয়াম সংলগ্ন সহ নানা জায়গায় শীতের কাপড়ের পোসরা নিয়ে বসছে মৌসুমি কাপড় ব্যবসায়িরা।তারা পুরনো কাপড় যেমন; সুয়েটার, টাউজার, জেকেট সহ নানা ধরনের বিক্রি করছে। এদিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন‘ এখন পর্যন্ত সরকারি ভাবে ২০ হাজার শীতবস্ত্র পেয়েছি। এসব নিয়মানুসারে বিতরণ কার্যক্রম চলছে। চাহিদা অনুযায়ি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পত্র পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
ই