কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার এক

প্রকাশ : 2025-12-02 18:39:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জ সদরের রনছ (পারুলপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ আ. জব্বর ওরফে বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 মঙ্গলবার ( ২ ই ডিসেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রনছ এলাকায় জনৈক মর্তুজা প্রফেসরের পুকুরের উত্তর পাশে অভিযান চালায়। তার দেহ তল্লাশি ও স্বীকারোক্তি অনুযায়ী একটি কালো জিপার থেকে ৫১ পিস ইয়াবা, নীল পলিথিন থেকে ২ কেজি গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানা যায়।