কঠোর লকডাউনেও সাত সকালে সড়কে ঝড়লো ৫ প্রাণ
প্রকাশ : 2021-07-03 12:18:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা অপর ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর অপর একজন মারা যান। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।