কচুয়ায় কৃষকদের সাথে আইএফএডি‘র প্রতিনিধি দলের মতবিনিময়
প্রকাশ : 2022-04-09 19:15:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের ভূগর্ভস্থ সেচ নালা, রেইন ওয়াটার হারভেস্টর, বীজ গ্রাম,বড় আন্দারমানিক খাল পূন:খনন প্রকল্পসহ বিভিন্ন কৃষি ভিত্তিক প্রকল্প পরিদর্শণ করেছেন আইএফএডি‘র প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এ্যাগ্রিকালচারাল ডেভলপমেন্ট (আইএফএডি) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি কচুয়ার বিভিন্ন এলাকায় থাকা এই প্রকল্পগুলো পরিদর্শণ করেন। পরে কচুয়া উপজেলা বড় আন্ধারমানিক এলাকায় স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এসময়, আইএফএডির টিমলিডার ডন গ্রীনবার্গ (আমেরিকা), টেকনিক্যাল স্পেশালিস্ট মারি অড ইভেন (নেদারল্যন্ড), ভাষা অনুবাদক নাহিয়া মাহমুদ, এসএসিপির প্রকল্প পরিচালক ড.মোঃ এমদাদুল হক, এসএসিপি ও বিএডিসির কম্পোনেন্ট ডিরেক্টর মোঃ রেজউর রহমান, বিএডিসি খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: আজিজুর রহমান,বিএডিসি বাগেরহাট সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস, উপ-সহকারি সৈয়াদ জামাল হোসেন, গজালীয়া ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, মঘীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার অধীকারী সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।