কচুয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ : 2022-12-04 18:32:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের কচুয়া উপজেলায় আফিজুল মোল্লা (৪০) নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার পর মূমুর্ষ অবস্থায় আফিজুল মোল্লাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আফিজুল মোল্লা উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে। সে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। শত্রুতাবশতঃ একই এলাকার আব্দুস সালাম এবং তার দুই ছেলে তুহিন ও মহিদসহ তাদের আরো ৫/৬ জন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আফিজুল মোল্লাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে আফিজুলের পরিবার জানায়।
গজালিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মাছের ঘেরে নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে কচুয়া থানা পুলিশ জানায়।