কচুরিপানায় সেতুর মুখ বন্ধ, কাউনিয়ায় জলাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক
প্রকাশ : 2025-08-13 18:16:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জলাবদ্ধতা ধানের জন্য একটি বড় সমস্যা, বিশেষ করে যদি তা পানা দ্বারা আচ্ছাদিত হয়। কাউনিয়ায় দীর্ঘদিন ধরে কচুরিপানা দিয়ে তিনটি সেতুর মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশন হতে না পারায় ৩টি দোলায় প্রায় ৩০ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে।
সরেজমিনে উপজেলার নিজপাড়া, তালুকশাহবাজ ও নিজদর্পা গ্রাম ঘুরে দেখাগেছে তিনটি সেতুর মুখ দীর্ঘদিন ধরে কচুরি পানা দিয়ে বন্ধ হয়ে পানি নিষ্কাশন হতে পাচ্ছে না। ফলে জলাবদ্ধতা দেখা দেয় প্রতিবছর বর্ষায়। নিজপাড়া প্রামের কৃষক শহিদার রহামান ও পুষ্প চন্দ্র জানান রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রাম, জোরা দীঘির পুল, তালুকসাহাবাজ আটানী পুলের ভিতর দিয়ে পানি বের হয়ে যায়। এ তিনটি সেতুর মুখে কচুরিপানা আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে নিজপাড়ার দোলা, সাপ খাওয়ার দোলা ও আটানীর দোলা গিরাই সহ তিন দোলায় প্রায় ৩০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা। এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ, মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো, রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলা গুলোতে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিবছর জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ হলেও স্থায়ী কোন ব্যবস্থা গ্রহন করেননা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন বিষয়টি উপজেলা কৃষি অফিসার কে অবগত করতে। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার আবার বিএডিসি কর্মকর্তাদের জানাতে বলেন। উপসহকারী প্রকৌশলী মাসুদ রানার সাথে যোগাযোগ করলে তিনি জানান সরোজমিনে গিয়ে দেখে বিষয়টি ব্যবস্থা নেয়া হবে।