কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
প্রকাশ : 2022-04-28 22:56:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামি রকিকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রকিকে ছিনিয়ে নিতে এলাকাবাসী ইটপাটকেল ছুড়লে র্যাব ফাঁকা গুলিবর্ষণ করে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলির জাহাল এসএম পাড়ার রাজ ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনহাজুর রহমান রকি শহরের পিটি স্কুল এলাকার চেয়ারম্যান ঘাটার মৃত শফিকুর রহমানের ছেলে।
অভিযান পরিচালনাকারী র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী জানান, অভিযোগের ভিত্তিতে ১০ মামলার আসামি রকিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র দুই রাউন্ড গুলি পাওয়া যায়। তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।