কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2025-10-04 16:44:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

কক্সবাজার জেলার পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা ও সবুজ আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (৪ অক্টোবর ২০২৫) কক্সবাজার জেলা শহরের শফিক সেন্টারে ঢাকা ফ্যামিলি হেলথ্ কেয়ার মিলনায়তনে কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মো. ইমরান খানের সঞ্চালনা ও জেলার সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বারের সভাপতি ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুস, ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ শাহীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদি কক্সবাজার জেলার জনগণকে দুটি স্লোগান নিয়ে মাঠে নামতে আহবান জানাচ্ছি, 'রোহিঙ্গা হটাও, কক্সবাজার বাঁচাও।' অন্য স্লোগানটি হচ্ছে, 'আমেরিকা হটাও, সেন্টমার্টিন বাঁচাও।'
তিনি বলেন, বাংলাদেশে আজ কারা উপদেষ্টা হয়েছেন। তারাই হয়েছেন যারা বিভিন্ন এনজিওর সাথে সম্পৃক্ত। তারা জনবিচ্ছিন্ন। তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। যার ফলে দেশে কোন শৃঙ্খলা নেই দেখার কিংবা পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে কেউ দায়িত্বশীল আচরণ করছে না।
তিনি আরো বলেন, কক্সবাজারে পরিকল্পিত হোটেল মোটেল গড়া, অপরিকল্পিত হোটেল মোটেলগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা ,পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা ,যত্রতত্র রাস্তা, ফুটপাত দখল করে রাখা হকার উচ্ছেদ করে তাদের জন্য নির্ধারিত স্থান নির্বাচন করে পুনর্বাসনের ব্যবস্থা করা, কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে বন ধ্বংস হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে এজন্য তাদেরকে কক্সবাজার থেকে বিতরিত করতে হবে, বনভূমির প্যারাবন রক্ষা করা,পাহাড় কর্তন ও নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা, সরকারের পক্ষ থেকে পরিকল্পিত সবুজায়ন বৃদ্ধি করতে দেশীয় প্রজাতি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রশাসনের উদ্যোগে জেলার সকল পরিবেশ কর্মীদের নিয়ে মাসিক সভা আয়োজন করা। সমুদ্রের জলজ প্রাণীর রক্ষায় পর্যটকদের আরো বেশি সতর্ক হতে হবে।
আলোচনা সভায় কি নোট উপস্থাপন করেন জেলার সহ-সভাপতি প্রিন্সিপাল মাহবুবুল আলম। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নতুন কমিটির প্রত্যেক সদস্যকে আইডি কার্ড প্রদান করা হয়। নতুন কমিটির উদ্যোগে কক্সবাজার জেলার পরিবেশ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।