ওমানি রিয়াল দিয়ে অভিনব প্রতারণা
প্রকাশ : 2023-10-11 10:54:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বিদেশী মুদ্রা দিয়ে অভিনব প্রতারনা শিকার হয়ে কাউনিয়া স্বাস্থ্য পরিদর্শক, বেতন ও পুঁজার বোনাসের,৬৪ হাজার টাকা নিয়ে উধাও প্রতারক চক্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার,বিকালে উপজেলা সরকারী খাদ্য গুদামের সামনে।,জানাগেছে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরাম,ব্রামপাড়া গ্রামের বাসিন্দা ও মেডিকেলের স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র,চৌধুরী সোনালী ব্যাংক কাউনিয়া শাখা থেকে বেতন ও পুজার বোনাসের, ৮৬ হাজার টাকা তুলে মেডিকেলে যাওয়ার পথে স্টেশন রোড উপজেলা সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছিলে চার্জার অটো সহ ২ জন সুদর্শন যুবক ও ক্রেতা সেজে ২ জন সহ ৪ জন অপরিচিত লোক ওমান দেশের ১০০ টাকার নোট যার মূল্য ২৮ হাজার বলে তা মাত্র ১০৬৬৬ টাকায় অর্থাৎ কম দামে কেনা বেচা হচ্ছে। দুলাল চন্দ্র চৌধুরী ওমানের টাকা কেনা বেচার দৃশ্য দেখতে গিয়ে তিনিও লোভে পরে ওমানের ১০০ লেখা ৬টি নোট ৬৪ হাজার টাকা দিয়ে বেশি লাভের আশায় কিনে নেয়। টাকাটা পেয়েই আটো যোগে চম্পট দেয়
প্রতারক চক্র। এরপর হাসপাতালে গিয়ে একজন ডাক্তার কে ওমানের টাকা কম দামে কেনার বিষয় জানালে ওই ডাক্তার মোবাইলে সার্জ দিয়ে দেখেন ওমানের ১০০ লেখা টাকা টি ১০০ টাকা নয় ১০০ পয়সা মূল্যের। ১০০ পয়সায় ১ টাকা। ওমানের ১টাকায় বাংলাদেশের ২২৮ টাকা। প্রতারণার বিষয় বুঝতে পেরে দুলাল চন্দ্র চৌধুরীসহ কয়েক ঘটনা স্থলে এসে প্রতারক দের আর খুঁজে পায়নি। এ ধরনের ঘটনায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়েছে।
স্বাস্থ্য পরিদর্শক দুলাল এর কাছে থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারপর অভিযোগ করবো। বিদেশী টাকা নিয়ে অভিনব প্রতারনার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে সেই সাথে আইন শৃংখলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
সান