ওডিআই সুপার লিগে সবার উপরে বাংলাদেশ
প্রকাশ : 2021-05-26 10:48:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিতলেও প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের জয় পেলো বাংলাদেশ। এদিকে লঙ্কানদের হারিয়ে ওডিআই সুপার লিগের শীর্ষে উঠে এসেছে টাইগাররা।
অবশেষে সেই শৃঙ্খল ভাঙার সুযোগ পেলো বাংলাদেশ। উপমহাদেশের সবগুলো দলের বিপক্ষে সিরিজ জয়ের বৃত্ত পূরণ করলো টাইগার বাহিনী। মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০তম লড়াইটা নিজেদের করে নিলো তামিম বাহিনী।
লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ জয়ের পর ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফিকেশন টুর্নামেন্ট আইসিসির ওডিআই সুপার লিগে এক নম্বরে এখন বাংলাদেশ। ৮ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন সবার শীর্ষে। যেখানে ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষস্থান দখল করলো টাইগাররা।
২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব এড়াতে হলে এই লড়াইয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে, যেখানে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩ ওয়ানডেতে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ডে গিয়ে হাতছাড়া হয়েছে ৩০ পয়েন্ট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে জিতে ২০ পয়েন্ট যুক্ত করেছে বাংলাদেশ। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট পেলে নিজেদের অবস্থান মজবুত করতে পারবে বাংলাদেশ।
ওডিআই সুপার লিগের শীর্ষ চার দল: