ওই নারীর পরিচয় আপনারা আগে জানেন, রোজিনার গলা চেপে ধরেছিল একজন ‘এও’, দাবি জেবুন্নেসার স্বামীর

প্রকাশ : 2021-05-19 16:33:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ওই নারীর পরিচয় আপনারা আগে জানেন, রোজিনার গলা চেপে ধরেছিল একজন ‘এও’, দাবি জেবুন্নেসার স্বামীর

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম প্রথম আলোর সাংবাদিক রোজিনার গলা চেপে ধরাসহ নির্যাতন করেছেন। 

এদিকে বিষয়টি অস্বীকার করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেসা বেগমের স্বামী পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন আল রশিদ কাজী। 

মামুন আল রশিদ বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম আমার স্ত্রী। তিনি রোজিনার গলা চেপে ধরেননি।

আলোচিত এই ঘটনা নিয়ে কিছু বলার আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌“ভিডিও দেখানো হচ্ছে যে একজন নারী রোজিনা ইসলামের গলায় হাত দিয়েছেন ওই নারীর পরিচয় আপনারা আগে জানেন। ওনি সেখানকার একজন ‘এও’ (প্রশাসনিক কর্মকর্তা)। আর তাকেই জেবুন্নেসা বলে দুনিয়ায় রটনা হয়ে গেছে। এত বড় একটা ঘটনা, এটা আগে যাচাই করতে হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই নারী জেবুন্নেসা বা কোনো উপসচিব না। ওই নারী যেহেতু স্বাস্থ্যেই বসে সেহেতু আপনারা যাচাই-বাছাই করলেই তার পরিচয় পেয়ে যাবেন। যাচাই করলেই সত্যটা বের হয়ে আসবে। এরকম একটা বিষয়ে একজনের নামের পাশে আরেকজনের নাম দিয়ে....যেহেতু অতিরিক্ত সচিব পাওয়া গেছে, সেহেতু এটা আলোচনার বিষয়। তবে আমার প্রত্যাশা থাকবে পরিচয়টা কনফার্ম হয়ে নেন। তারপর সত্যের ওপর যত কিছু দরকার সেটা লেখেন।’

রোজিনা ইসলামের সঙ্গে যা হয়েছে একজন সচিব হিসেবে বিষয়টা কীভাবে মূল্যায়ন করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে এরকম হওয়া উচিত না। সাংবাদিকরা অত্যন্ত অত্যন্ত বড় রোল প্লে করে থাকেন। তাদের মাধ্যমে জনগণ দেশের সব তথ্য পেয়ে থাকেন। এ ব্যাপারে আর মন্তব্য করার অবকাশ নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে এটা সবাই চায়।’

এর আগে, গত সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রাখার পর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। মামলায় রোজিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরির অভিযোগ আনা হয়েছে।
       
এদিকে মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ সংশ্লিষ্টদের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘তথ্য নেওয়ার জন্য উনি (রোজিনা ইসলাম) ঘরে ঢুকে ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন, এটাকে কী বলবেন?’