এ সপ্তাহে দেশের কোথায় কেমন বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অফিস
প্রকাশ : 2025-04-29 12:33:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

সোমবার থেকেই সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। মঙ্গলবারও দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। তবে এটা কোথাও কম হতে পারে, কোথাও আবার বেশি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারের (৩০ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশে আজ (মঙ্গলবার) তাপপ্রবাহ নেই। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী সাপ্তাহ থেকে আবার বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
কা/আ