এ মাসেই ঢাকায় পা রাখবে কিউইরা

প্রকাশ : 2021-08-04 20:05:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এ মাসেই ঢাকায় পা রাখবে কিউইরা

৯ আগস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ হতেই ফের ব্যস্ত হয়ে যাবেন সাকিব-মাহমুদউল্লাহরা। কেননা অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে বাংলাদেশ দল। আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বুধবার (৪ আগস্ট) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজিল্যান্ড সফরে সূচি প্রকাশ করেছে। ‍কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, এখনও তা চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সাত দিনে পাঁচ টি-টোয়েন্টি খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচের মাঝে রয়েছে অন্তত একদিন করে বিরতি। ১০ দিনে হবে পাঁচ ম্যাচ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দল একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছে। যেখানে শেষ হাসি হেসেছে কিউইরা। ৮ বছর আগের ওই সফরে ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও একমাত্র টি-টোয়েন্টিতে ১৫ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৪ সালে প্রথমবার বাংলাদেশ আসে তারা। এরপর আরও তিনবার- ২০০৮, ২০১০, ২০১৩ সালেও নিউজিল্যান্ডকে আথিতেয়তা দেয় স্বাগতিকরা। এবার দীর্ঘ সময় পর বাংলাদেশে আসছে কিউইরা।  

অস্ট্রেলিয়ার মতো ঢাকায় পা রেখেই তিন দিনের রুম কোয়ারেন্টিনে যাবে নিউজিল্যান্ড দল। মাঠে ফিরে দুই দিন প্রস্তুতি নিয়ে ২৯ আগস্ট বিকেএসপিতে কুড়ি ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর নামবে মূল মঞ্চে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:

২৯ আগস্ট: প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি

১ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর

৩ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

৫ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

৮ সেপ্টেম্বর: চতুর্থ টি-টোয়েন্টি, মিরপুর

১০ সেপ্টেম্বর: পঞ্চম টি-টোয়েন্টি, মিরপুর

* ম্যাচ শুরুর সময় চূড়ান্ত হয়নি