এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে টঙ্গীবাড়ীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠান 

প্রকাশ : 2024-02-11 17:23:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে টঙ্গীবাড়ীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠান 

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে অবিস্থত ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস.এস.‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।  

১১ ফেব্রুয়ারি রবিবার  সকাল ১০ টার দি‌কে ব্রাহ্মণভিটা ইউনিয়নে উচ্চ বিদ্যালয়ের আয়োজ‌নে বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য় ।

ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন মোঃ আহসানউল্লাহের সভাপতিত্বে এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম ।

এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের  মধ্যে দিয়ে শুরু হয় ।

উক্ত এসএস‌সি প‌রীক্ষার্থী‌দের বিদায়,মিলাদ ওদোয়া অনুষ্ঠানটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ তাইজুল ইসলাম , মোঃ মিজানুর রহমান জুয়েল, মোঃ শাহিন , টঙ্গীবাড়ী উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাংবাদিক জসিম শেখ, মু্ন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আঃ কাদের খান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দপ্তর বিষয়ক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ  বুলিটিন  পত্রিকা টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম,

এছাড়া ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ সেলিম ছৈয়াল,মোঃসবুজ মোল্লা, মেম্বার আঃ খালেক সহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবংএলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বছর  উক্ত বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার সবমোট ১০৭ জন ছাত্র/ছাত্রী  অংশগ্রহণ করবেন ।