এশিয়া কাপে ব্যর্থতাকে সামনে এনে ক্ষমা চাইলেন লিটন দাস
প্রকাশ : 2025-09-30 11:51:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পাকিস্তানকে হারালেই নিশ্চিত হতো ফাইনাল। সম্ভাবনা জেগেছিল। কিন্তু বাংলাদেশ পারেনি। স্বপ্নকে দুঃস্বপ্ন করে তোলে টাইগাররা। সুপার ফোরেই থামে পথচলা। এশিয়া কাপে নিজেদের ওই ব্যর্থতাকে সামনে এনে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন দাস।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আমরা এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের সব উৎসাহী সমর্থকদের কাছে। ’লিটন নিজে সুপার ফোরের দুটি ম্যাচ খেলতে পারেননি। চোটে পড়েছিলেন। সেই চোটে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
এশিয়া কাপের ওই দুই ম্যাচ খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে পারেননি লিটন, ‘ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুটি ম্যাচ মিস করা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি খেলতে পারব না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি—এটা আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে।’
আশা জাগিয়েও জিততে না পারায় হতাশ হলেও, পুরো আসরে বাংলাদেশ দল সমর্থকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। সেই সমর্থকদের উদ্দেশে লিটন লিখেছেন, ‘শেষে, টুর্নামেন্ট জুড়ে আপনাদের অগাধ সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান, কারণ পৃথিবীর সেরা সমর্থক আমাদের আছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্য আনন্দটা ফিরিয়ে দিতে পারব।’
আফগানদের বিপক্ষে আগামী মাসের শুরুতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ শারজায়। এই সিরিজে লিটনের বদলি হিসাবে অধিনায়কত্ব করবেন জাকের আলী অনিক।