এমবাপ্পের রেকর্ড গড়ার দিনে পিএসজির জয়
প্রকাশ : 2023-03-05 11:17:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সামনে দাঁড়ানোর আগে দারুণ জয় পেলো প্যারিস সেন্ট জার্মেই। শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে তারা এবং এই ম্যাচে গোল করে পিএসজির সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন কিলিয়ান এমবাপ্পে।
ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জাল কাঁপান ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্যারিস ক্লাবের জার্সিতে এটি ছিল তার ২০১তম গোল। তাতে আগের শীর্ষ গোলদাতা এডিনসন কাভানিকে পেছনে ফেললেন তিনি।
১২তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের ক্রসে বাঁ পায়ের ভলিতে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। পাঁচ মিনিট পর নুনো মেন্দেসের শট ফিরিয়ে দেন নঁতে গোলকিপার আলবান লাফোন্ত, নর্দি মুকিয়েলের চাপে পড়ে জাওয়েন হাজাম আত্মঘাতী গোল করে বসেন, ২-০ তে এগিয়ে যায় পিএসজি।
৩১তম মিনিটে লুদোভিচ ব্লাস ব্যবধান কমান। এর সাত মিনিট পর ইগনাতিউস গানাগো কর্নার থেকে স্কোর ২-২ করেন।
সমতা বেশিক্ষণ থাকেনি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে দানিলোর হেডে পিএসজি লিড নেয়। আর একেবারে শেষ মুহূর্তে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে রেকর্ড গোল করেন ফরাসি ফরোয়ার্ড।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করলো পিএসজি।