এমপি মহিউদ্দিন আহম্মেদকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

প্রকাশ : 2024-01-18 16:54:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এমপি মহিউদ্দিন আহম্মেদকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -১ (সিরাজদিখান -শ্রীনগর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় ইছাপুরায় বাসভবন গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এসময় সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল,ইছাপুরা ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জুলহাস শেখ, সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক আঃ জলিল শেখ, সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চলচিত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির লিটু, সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মহিলা বিষয়ক সম্পাদক মিনারা বেগম, সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য মোঃ নূর হোসেন উপস্থিত ছিলেন।

এই আসন থেকে নৌকা মার্কায় ৯৫৮৬০ ভোট পেয়ে মুন্সীগঞ্জ -১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ । তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ট্রাক মার্কায় পেয়েছেন ৬১,৫৪০ ভোট।