এভারকেয়ার সংলগ্ন মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার মহড়া বৃহস্পতিবার

প্রকাশ : 2025-12-03 15:05:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এভারকেয়ার সংলগ্ন মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার মহড়া বৃহস্পতিবার

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

এ বিষয়ে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালেয়র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় এ উদ্যোগ নেয় সরকার।

সে অনুযায়ী ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেন।

কা/আ