এবি সিদ্দিক মন্টু এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-11-01 07:15:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বালুচর ইউনিয়ন শাখার সদ্য প্রয়াত সভাপতি এবি সিদ্দিক মন্টু এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ৩১ অক্টোবর বিকাল ৪ টায় বালুচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে বালুচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আকরাম বাউলের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল আহম্মেদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুরাদ আহমেদ লেলিন,ফারুক হোসেন ভুঁইয়া, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিঠুন বাউল সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।