এবার হকিতে ওমানকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

প্রকাশ : 2022-05-30 10:56:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এবার হকিতে ওমানকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

এই মাসে টানা খেলার মধ্যে রয়েছে জাতীয় হকি দল। এশিয়ান গেমস বাছাইয়ের পর খেলছে এশিয়া কাপ। সাফল্যও কম পাচ্ছে না। তাই আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে।

চার ধাপ উন্নতি হয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিং এখন ২৭। চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ওমান রয়েছে ২৯ এ। সাম্প্রতিক সময়ে লাল-সবুজ দলের র‌্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়নি।


জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার মওদুদুর রহমান শুভ জাতীয় দলের র‌্যাঙ্কিং দেখে মন্তব্য করেছেন, ‘এখন আমাদের র‌্যাঙ্কিং ২৭। এখনও সময় শেষ হয়নি। দীর্ঘমেয়াদি সঠিক পরিকল্পনা নেওয়া উচিত। সারাদেশে খেলা ছড়িয়ে দিতে হবে। লীগ, জাতীয়, যুব, স্কুল হকি নিয়মিত হোক। র‌্যাঙ্কিং ২০ এর মধ্যে আসতে সর্বোচ্চ ৬-৮ বছর লাগবে। শুধু কাদা ছোড়া বাদ দিয়ে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন করতে হবে।’