এবার ভারতের সঙ্গে ফাইট দিতে চান মিরাজ
প্রকাশ : 2024-09-09 16:35:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পাকিস্তান সিরিজ শেষে বিশ্রামে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্রাম শেষে আবারও অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। সোমবার (৯ সেপ্টেম্বর) ভারত সিরিজকে সামনে রেখে লাল বলে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নাজমুল হাসান শান্তর দল। শক্তির বিচারে ভারত বেশ এগিয়ে থাকলেও ফাইট দিতে চান টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিরাজ। ভারত সিরিজে ভাল করার কথা জানিয়ে তিনি বলেন, ‘অবশ্য প্রত্যেকটা সিরিজ চ্যালেঞ্জিং। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’
ভারত সিরিজে চ্যালেঞ্জ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার, সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’
তিনি আরও বলেন, ‘ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আশা করছি ওদের যে প্রত্যাশা আছে, সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব। যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি।’