এবার নোবেলের বিরুদ্ধে জিডি করলেন গীতিকার ইথুন বাবু
প্রকাশ : 2021-05-24 12:11:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেল কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু।
ইথুন বাবুর অভিযোগ— ‘নোবেলম্যান’ ফেসবুক পেজ থেকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
তিনি ছাড়াও আরও কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য তুলে ধরেছেন নোবেল।
এ অভিযোগে রোববার রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর ফায়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ইথুন বাবু বলেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটি মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম। মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।
এর আগে এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকির অভিযোগে নোবেলের বিরুদ্ধে জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।