এবার 'ডেল্টা প্লাস' শনাক্ত; আরও কতটা ভয়ঙ্কর করোনা

প্রকাশ : 2021-06-16 13:52:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এবার 'ডেল্টা প্লাস' শনাক্ত; আরও কতটা ভয়ঙ্কর করোনা

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য, বাড়াছে আতঙ্ক। এরই মধ্যে সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। জানা গেল, ভারতে এবার করোনার নতুন মারাত্মক ধরণ 'ডেল্টা প্লাস' শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে নতুন এই ধরণ তৈরি হয়েছে। এর নাম দেয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই ওয়ান ভ্যারিয়েন্ট।  

চলতি বছরের মার্চ থেকে অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। এই ধরণ মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। তবে এখনও ব্যাপকভাবে না ছড়ানোয় উদ্বেগের কারণ নেই বলে মনে করা হচ্ছে।