এনসিপি সদস্য সচিব আখতার হোসেন শহীদ লাবলু মিয়ার বাড়িতে

প্রকাশ : 2025-04-02 10:54:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন শহীদ লাবলু মিয়ার বাড়িতে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হারাগাছের নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার মায়াবাজার এলাকায় সরকারী ওয়াপদা বাঁধের উপর নির্মিত টিনের ছাপড়া বাড়িতে শহীদ লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে যান। এ সময় লাবলু মিয়ার স্ত্রী নুর নাহার, মাতা লাইলী বেগম, কন্যা লাইজু খাতুন, লিজা খাতুন ও পুত্র নুর হাবিব উপস্থিত ছিলেন। আখতার হোসেন তাদের সাথে কিছু সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ছেলে মেয়েদের শিক্ষার বিষয়ে জানতে চান। এসময় শহীদ লাবলু স্ত্রী নুর নাহার ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, একটি কর্ম ও সরকারি ভাবে পাকা বাড়ি করে দেওয়ার দাবী জানান। আখতার হোসেন তাদের কাছে সব কিছু শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। পরে পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার যুগ্ন আহবায়ক রুবায়েত কবীর, এনসিপি জেলা সংগঠক রেজয়ান আহমেদ, এম আই সুমন আহমেদ, তৌফিক আহমেদ, এনসিপি কাউনিয়া উপজেলা সংগঠক নাজমুল হক, রমজান আলী, মোসলেম উদ্দিন,সজীব,রাজু আহমেদ ও জুয়েল সরকার উপস্থিত ছিলেন। পরে আখতার হোসেন কে সাথে নিয়ে নেতা কর্মীরা মোটরসাইকেল বহর যোগে হারাগাছ পৌর সভাসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন।